STORYMIRROR

Ashok Chattopadhyay

Fantasy Romance

1.0  

Ashok Chattopadhyay

Fantasy Romance

জ্যামিতিক

জ্যামিতিক

1 min
15.2K


নীলাঞ্জনার নাকের উপর একটি তিল

যার জন্য সে এত সুন্দরী

খেয়াল বশতঃ-ওর-ওই তিলটা থেকে

আর একটা সরলরেখা টানলাম চাঁদ পর্যন্ত,

এখন নীলাঞ্জনার নাকের উপর চাঁদ।

চাঁদ আর আমার হৃদয়,

হৃদয় আর নীলার তিল

আরও দুটো সরলরেখা টনলাাম।

ধরা যেতে পারে রেখাগুলো যথাক্রমে

সুখ-শান্তি ও প্র্রেেম।

নীলাঞ্জনার তিল,চাঁদ আর আমার হৃদয়

এখন একটা ত্রিভুজ-স্বর্গ যার নাম,

অন্য একটা বাহু টেনে আপাততঃ

পৃথিবীটা সরিয়ে রাখি অনেক দূরে।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy