STORYMIRROR

Ashok Chattopadhyay

Others

3  

Ashok Chattopadhyay

Others

মেঘ কাটা রোদ

মেঘ কাটা রোদ

1 min
14.2K


এমনি করে ঝিরঝিরিয়ে ঝরঝরিয়ে বৃষ্টি এলো

এমনি করে বৃক্ষশাখায় কাকের ডানা ভিজিয়ে দিলো।

এমনি করে ভিজলো যে গ্রাম গঞ্জ শহর জল থৈ থৈ

এমনি করে ন্যাংটো ছেলে জলে নেমে করছে হৈ হৈ

ভাঙছে দেওয়াল ভাঙছে পুকুর ঘরের মধ্যে জল চুঁইছে

পথ ঘাট সব নদীর মতো ভীষন তোড়ে জল বইছে।

এমনি করে বান এলো যে ভাঙল নদীর কুল কিনারা

হয়তো এবার প্লাবন হবে ধ্বংস লীলার দেয় ইশারা।

হচ্ছে খবর তার বেতারে দু-তিন দিন থাকবে এখন

এইমাত্র খবর হলো নদীর তীরে হচ্ছে ভাঙন।

ঠিক দুপুরে বইলো হাওয়া ঝলমলিয়ে রোদ উঠলো

কালো মেঘের ঘনঘটা তো হঠাৎ করে সরিয়ে দিলো।


Rate this content
Log in