অভাবের ক্ষতি
অভাবের ক্ষতি
এই বছর প্রথম ফুল এলো
তোমার হাতে লাগানো কৃষ্ণ চূড়ায়,
জানি না এখন তুমি কোথায়।
বলেছিলে তোমার জীবনে
ক্ষতির জন্য শুধু আমিই দায়ী।
তাই চলে গেছো আমায় দিয়ে
একরাশ শূন্যতা আর একাকিত্ব,
আমি এখনো তোমার অপেক্ষায়
এক ঋতু আসে এক ঋতু যায়
তোমার অভাবের যে ক্ষতি
তা এই জীবনে আর হয়ত
পূরণ হবার নয়।
