STORYMIRROR

Partha Roy

Abstract

2  

Partha Roy

Abstract

আত্মহননের আগে

আত্মহননের আগে

1 min
351


পৃথিবী কি চিরকালই এতো মৌনী

এখন যেমন দেখি সবুজ বাতির ঘরে?

দীর্ঘতর স্বেচ্ছা নির্বাসনের মিছিলে

একে একে নির্বান্ধব হয়ে চলেছে

ট্রেনের জানলা-

গোধূলির আকাশ-

ভোরের আলো-

শ্যামল বনরাজি-

অক্ষরবৃত্তের কথামালা-

পুঁথির দেয়ালে মাথা খোঁড়ে অনাথ ইতিবৃত্ত

সম্পর্কদের গা বেয়ে অঝরে ঝরে শীতল নির্বিকল্প

তারস্বরে কেঁদে ওঠা অবরুদ্ধ শৈশব জানে না

মিছিলের ঠিকানা আত্মহননের দরজা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract