আত্মহননের আগে
আত্মহননের আগে
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
পৃথিবী কি চিরকালই এতো মৌনী
এখন যেমন দেখি সবুজ বাতির ঘরে?
দীর্ঘতর স্বেচ্ছা নির্বাসনের মিছিলে
একে একে নির্বান্ধব হয়ে চলেছে
ট্রেনের জানলা-
গোধূলির আকাশ-
ভোরের আলো-
শ্যামল বনরাজি-
অক্ষরবৃত্তের কথামালা-
পুঁথির দেয়ালে মাথা খোঁড়ে অনাথ ইতিবৃত্ত
সম্পর্কদের গা বেয়ে অঝরে ঝরে শীতল নির্বিকল্প
তারস্বরে কেঁদে ওঠা অবরুদ্ধ শৈশব জানে না
মিছিলের ঠিকানা আত্মহননের দরজা।