আসক্তি
আসক্তি


ঘটনা ঘটেছে যত, তার চেয়ে ভালো আছে নদীএজলাস ভরে গেলে আমিও স্রোতের সাক্ষ্য দিই
যারা ফিরে গেছে তাও, তাদের আঁচড় নিস্ক্রিয়আবার আমার পাতে সামর্থ্য মতো ঘুষ দিও
বাঁচালে বাঁচাতে পারে লাশঘরে জনতার জোটই
ছিন্ন বুকেও যদি রাখা যায় খোলা আঁশবঁটিবেশি খিদে পায় এই আদালত ভেঙে গেলে রাতে
আর বশ্যতা নেই ইটের শহরে জন্মাতে
মোমবাতি মিছিলের কোনো বিশ্রাম নেই জানি
আবার হাঁটবো বলে আহতের কাছে দিক্ষা নিই
যদিও স্রোতের মত পালটে ফেলেছো মুখ, গতি
মাঝিও জানেনা নৌকাডুবির কত ক্ষয়ক্ষতি উড়ন্ত ছাই দিয়ে নদীও শিকার ধরে জেনো
সেখানে পোশাক ছেড়ে পরাজিত সেনারা ফেরেনওনদীতে দ্রোহের দাগ যতটা গভীর হয় ছুঁলে
দেহের ক্ষমতা কই, নত হবে লক্ষ ত্রিশূলে?