আসার আশা/শুধুই হতাশা
আসার আশা/শুধুই হতাশা


জল পড়ে/পাতা নড়ে
তোর কথা/মনে পড়ে।
উত্তর কলিকাতার/ এঁদো গলিতে
হাঁটু জল জমবেই/ভরা বর্ষাতে।
জানালায় বসে/ দিন কাটাতাম
কাগজের নৌকা/জলে ভাসাতাম।
তোর নাও খানি/দিব্যি ভেসে থাকতো
আমারটা’ই যে কেনো/ঠিক ডুবে যেত!
তোর গজ দাঁতে/জয়ের দুষ্টু হাসি
মনোমুগ্ধকর/ আজও দেখতে ভালবাসি।
তুই কাঁদছিস/দেখিনি কখনও
চলে যাবি শেষে/ভাবিনি এমনও।
আমার চোখেও সেদিন /তেমনি জলের ধারা
বর্ষা ছিল না যদিও/তবু মন পাগল পারা।
সবুজ জানালার এপাশে/গারদ ধরে দাঁড়িয়ে
তুই সেই চলে গেলি/আমার দু’হাত ছাড়িয়ে।
আবার হবে তো দেখা/ কথা দিয়েছিলিস
তারপর থেকে/হারিয়ে গিয়েছিস।
ফিরে আসবি’ই ঠিক/ছিল ভাবনায়
সে এক অনুভূতি/কেবল যাতনাময়।
আমি এখন যুবতী/ পড়েছি বাইশে
তোকেই খুঁজে ফিরি/ কলেজের আশেপাশে।
দেখলেও কি চিনবি/কি জানি...?
তুই না পারলেও/চিনে নেব আমি।
তোর আসার/ পথ চেয়ে
বসে থাকে/নিত্য মেয়ে
তুই মনে হয়/ভুলেই গিয়েছিস
আমাকে ছাড়াই/ভালোই আছিস!
মনে মনে তোকে/ যতোই ডাকি
আসবি না তুই/দিয়ে যাবি ফাঁকি।
দীর্ঘ বারো বছর/আছি অপেক্ষায়
রাত, দিন, ভোর/এমনিই চলে যায়।
ফিরে ফিরে আসে/সেই ঘনঘোর বরষা
আসার আশা বুঝি/শুধু’ই একরাশ হতাশা।।