আরাধ্য ::
আরাধ্য ::


তোমাকে কল্পনা করে আমি
সাজিয়েছি বেদি মনের গহীনে ।
তোমার কীর্তনে, প্রচারে, প্রসারে
কাটিয়েছেন জীবন যারা,
শুনেছি তাদের কাছে
তোমার অমোঘ বাণী যত ----
তুমি নিষ্ঠাবান, সত্যবাদী এবং
করুণাময়ীর প্রশংসাকারী
আর দুর্বৃত্ত কিংবা ব্যভিচারী যারা,
তাদের ধ্বংসকারী --!
তাই সদা সংশয়ে থাকি,
কি জানি আমি কারো
অনিষ্টের কারণ নাকি ?
আমি ব্যভিচারী নই, শঠতাকে হীন মানি,
তোমার আরাধনায় মগ্নময়,
তোমার সাক্ষাৎ প্রতীক্ষায় রই -
দিলে নাকো দেখা তুমি মোরে একবারও ---
বলে লোকে, দিয়েছো দেখা তুমি
অন্য কারো কারো --।
ক্ষতি নেই না দিলে দেখা মোরে,
শুধু প্রার্থণা এই
তোমার করুণা হতে যেন
এ মানব জীবন বঞ্চিত না হয় ---