Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Anay 49XV1XXA

Classics Children

4.8  

Anay 49XV1XXA

Classics Children

আনন্দমেলা (শরৎকাল)

আনন্দমেলা (শরৎকাল)

1 min
365


একটি ঘরেতে        মিলেমিশে সবেতে 

         একটি সোনার সংসার 

পেটভরা ডালভাত     রান্নায় মায়ের হাত 

    জিবেতে খুশির জোয়ার l🍁


বাড়ির বাগানে     নানা পাখিদের গানে 

       কোকিলের কুহু ডাক 

গুন গুন গুঞ্জনে     অলির কলতানে 

       কেটে যেত দিন রাত l🍁


অশ্বিনের বিকেলে      বলপায়ে সকলে 

     সবুজ মাটির সোঁদা গন্ধে 

খেলতাম মাঠেতে     বন্ধুরা একসাথে 

    এই স্বাধীন মনের আনন্দে l🍁


মাঠের চারিপাশে     মাথা নেড়ে হাসে 

      কাশফুল হেলে দুলে 

শরতের নীলাকাশ    সে মলয় বাতাস

      এখোনো যায়নি ভুলে l🍁


ছুটির বাজারে     চাপাচাপি ভিড়ে 

     সবার সাথে কেনাকাটা 

ব্যাগ ভর্তি হলে     ফিরতাম সকলে 

   পায়েপায়ে বাড়ির পথে হাঁটা l🍁


 ছিলোনা মোবাইল     অনলাইন অর্ডার 

     ক্রেডিট কার্ডের এত চল 

একসাথে সবেমিলে     কিনতাম সকলে 

    ছিলোনাতো কোনো ছল l🍁


ফাঁকা জায়গা দেখে    কালিপটকা রেখে

      সলতে পাকাতাম হাতে 

 ধুপ কাঠি জ্বেলে      দিতাম দূরে ফেলে 

      মন্ত্রমুগ্ধ মহালয়া রাতে l🍁


মন ছুঁটে যেত      কুমোরটুলি খ্যাত 

    ভ্যাস্কর্যে অপরূপ রূপমা 

ফিরতাম সবে     কাঁধেনিয়ে তবে 

    স্থাপন করতাম প্রতিমা l🍁


পুজোর মণ্ডপে      সাজিভরা পুষ্পে 

    গাঁথা হতো মায়ের মালা 

সংস্কৃত স্তোত্রে      মিষ্টান্ন ভরা পাত্রে 

   রোজ অঞ্জলি দেবার পালা l🍁


পঞ্চমীতে হতো শুরু        ষষ্টিটে ঘুরুঘুরু 

   লেকপল্লী থেকে কলেজস্কয়ারে 

সপ্তমীতে লেবুতলা      অষ্টমী আহিরীটোলা 

  নবমীতে পেটপুরে ফিরতাম ঘরে l🍁


দশমীর শেষকালে     স্নান করে সকলে 

    যেতাম বইহাতে মায়ের তর্পনে 

মায়ের চরণধূলি     মাথায় নিতাম তুলি  

  রাঙামাথা সিঁদুরখেলে মেয়েজনে l🍁


এতযে আনন্দে    দিন কাটালাম সঙ্গে 

    মনভার তবু এই শেষবেলা 

সিক্ত দুই চক্ষে     চরণ আঁকি বক্ষে 

    এবার বিদায় নেবার পালা l🍁

      

এখন এ বাগানে    মায়ের অনুদানে 

     নব নতুন ফুলের কুঁড়ি 

ওরা নানা রঙে      খেলে এই বঙ্গে 

    নব মিলনের কারিগরি l🍁


এসেছে নবীন        ডাকছে প্রবীণ 

   যুগে যুগে এই মিলনমেলা 

আজ সবেমিলে     হাতধরে সকলে 

   ভাসাই মায়ের আনন্দভেলা l🍁


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🙏🍁🍁🍁🍁🍁🍁🍁



Rate this content
Log in

More bengali poem from Anay 49XV1XXA

Similar bengali poem from Classics