আন্দোলন
আন্দোলন


দিকে দিকে ধর্মের নামে অধর্ম জয়ী,
প্রকাশ্যে চলে সাম্প্রদায়িক হানাহানি;
মূল্যবোধ অ-মূল্যে বিকোচ্ছে কেবলই,
অবাধ তোলাবাজি কিংবা রাহাজানি।
শিক্ষার নামে অশিক্ষা ও অপসংস্কৃতি,
দেখো, মনুষ্যত্ব ভূলুণ্ঠিত হয়েছে আজ;
এভাবে মুখে কুলুপ এঁটে আর কতদিন?
নির্ভীক চিত্তে হও মহাপ্রলয়ের নটরাজ।
ঘূর্ণিঝড়ের মতো আসুক ধেয়ে ধ্বংস,
শ্রাবণের ধারাপাতে নামুক প্রবল বন্যা;
রক্তমাখা চাবুক পড়ুক বর্বরতার পিঠে,
প্রতিবাদী হোক অতৃপ্ত অ্যাসিড কন্যা।
আজও গভীর ভরসা রাখি মানবতায়,
বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখি আন্দোলনে;
বিদ্রোহের আগুন জ্বলছে ঘরে-বাইরে,
আজও মানুষ অর্ধমৃত হচ্ছে অনশনে।
নির্বোধ আর নির্বিকার থেকো না আর,
অবিরাম বুলেট ঝরুক কলমের ডগায়;
শৃঙ্খলবন্দী অবদমিত জীবনের ক্ষোভ
বিক্রমে গর্জে উঠুক কাগজের খাতায়।
আবার উঠুক নবজাগরণের কলরব,
আন্দোলন হোক শুধু মানবতার জন্য;
মোমবাতি মিছিলে আসুক আলোড়ন,
বারুদের তীব্র স্ফুলিঙ্গ জ্বলুক অনন্য।।