আমরা ফুটপাতবাসী
আমরা ফুটপাতবাসী


নিগম মোদের জীবনমার্গ, একমাত্র ভরসা,
রোদ, জল, ঝড় অনাবৃষ্টি ওটাই সুখের বাসা।
ছায়ালোক সুখের দিশা, রাতপরীদের নৃত্য,
তিমির রাতি তারায় ভরা, আমরা অনাবৃত।
দিন আসে দিন যায়, আমরা চির স্থবির,
পথের ধারে পথের শেষে আমরা চির উন্নত শির!
চলমান এই জীবন পথে আমরা থাকি পিছে,
উন্নয়নে মোদের অবদান সবই বুঝি মিছে।
অভুক্ত পেট আর আকন্ঠ ভালোবাসা,
সবই আছে অতিরিক্ত, মিছেই করি দুরাশা।
অলীক স্বপ্ন মোদের চোখে দিবারাত্রি বারি,
ভাগ্যাকাশ তিমির বরণ, নয়ন জলে ভারী।
বর্ণের সাথে পরিচয়হীন আমাদের বাস রাস্তা,
ওটাই মোদের স্থায়ী জীবন, আমরা ভারী সস্তা।
এখনো দেখি দিবাস্বপ্ন, এখনো দেখি চার দেওয়াল,
স্বপ্নের রং কাল্পনিক, অসংলগ্ন ব্যথার খেয়াল।
আমরা প্রয়োজনহীন, আমরা খরচের খাতা,
আমরা ফুটপাতবাসী, আমরা বুকে ব্যথা।