Sulata Das

Abstract Tragedy Others


3  

Sulata Das

Abstract Tragedy Others


আম্ফন

আম্ফন

1 min 208 1 min 208

    সকাল থেকেই পাচ্ছি দেখতে আম্ফনের রুদ্র রূপ!!

মুষল ধারায় হচ্ছে বৃষ্টি,উপরে পড়ছে গাছ,

    হাওয়ার দোলায় গাছেরা যেন নাচছে -তান্ডব নাচ।

সমুদ্রের ঢেউ উঠছে ফুলে,আছড়ে পড়ছে কুলে,

    পাল ছিঁড়ে সব নৌকোগুলো উঠলো যেন দুলে।

এ রাজ্য-ও রাজ্য ঘুরে, পুরী -দীঘা ধ্বংস করে 

    এলেন কলকাতায় আম্ফন দেখাতে তার লীলা।

কুঁড়েঘর গুলোর উড়েছে চালা, দেওয়াল পড়েছে ধসে,

    করছে সবে হাহাকার ভাঙা ঘরেতে বসে। 

গগনচুম্বী আবাসন গুলো দুলছে হাওয়ার দোলায়,

    ঝনঝনিয়ে ভাঙছে কাঁচ দরজা জানালায়।

 বৃষ্টির জলে ঘরগুলো সব হয়েছে পুকুর,

     তারস্বরে চেঁচাচ্ছে বৃষ্টি ভেজা রাস্তার কুকুর।

থেমেছে বৃষ্টি, থেমেছে ঝড় - চারিদিক ছারখার,

    লন্ডভন্ড করে চারিদিক আম্ফন 

রেখে গেছে তার নিঠুর ছাপ।

    মল্লিকা (আবাসন) তোমার এ কি দুর্গতি!

যেন মুক্তো মালার ছিন্ন মোতি!!

   চারিদিক ছারখার, পড়েছে ভেঙে ফুল-ফলের গাছ,

বাইক গুলো উল্টে পড়েছে ,পলেস্তারা গেছে চটে।

    পাঁচিল ভেঙে মিশেছে মাটিতে, 

গ্যারেজের ছাদ গিয়েছে ফেটে। 

    বাতানাকুল যন্ত্র আছে ঝুলে, 

লনেতে উল্টে আছে বেন্চগুলো সব ।

     আম-পেঁপে সব পড়েছে ঝরে,ধ্বংসস্তুপ চারিধার।

রাজহংসের ভাস্কর্য ভগ্ন আজ,বিবর্ণ তব রূপ,

    মন ভাল লাগছে না,তাই আছি বসে চুপ।


Rate this content
Log in

More bengali poem from Sulata Das

Similar bengali poem from Abstract