STORYMIRROR

Dola Bhattacharyya

Tragedy

3  

Dola Bhattacharyya

Tragedy

আমি যে দেখেছি

আমি যে দেখেছি

1 min
376

আমি যে দেখেছি খুব কাছের থেকে

 দরিদ্র সংগ্রামী জীবন ধারা। 

আমি তো দেখেছি সেই লোক গুলোকে 

যারা নিয়মিত অন্ন হারা ॥

নুন আনতে পান্তা যাদের ফুরায়, 

দিনান্তে জোটে নাকো ভাত, 

সেই সব মানুষেরা কাজ করে জানি, 

একসাথে হাতে রেখে হাত। 

তাদের দেখেছি আমি খুব কাছ থেকে, 

শুনেছি তাদের গাওয়া গান। 

দেখেছি তাদের সাথে ঝরাচ্ছে ঘাম 

ভুখা মানুষ দের ভগবান ॥


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy