STORYMIRROR

Aviraj Sharma

Tragedy Inspirational

3  

Aviraj Sharma

Tragedy Inspirational

"আমি তো মেয়ে"অভিরাজ শর্মা

"আমি তো মেয়ে"অভিরাজ শর্মা

1 min
360

কখনও মনে হয় আমার মা বাবার অপ্রত্যাশিত সন্তান আমি

কারন আমি তো মেয়ে ,

কখনও মনে হয় তোমাদের আমার স্কুলে পড়ে হবে কি

কারন আমি তো মেয়ে ,

কখনও মনে হয় তোমাদের আমি স্কুলে পড়ার চেয়ে রান্না করা , বাসন মাজা শিখি

কারন আমি তো মেয়ে ,

কখনও মনে হয় তোমাদের কি হবে আমার কলেজ গিয়ে কারন আমি তো মেয়ে ,

কখনও মনে হয় তোমাদের বাড়ির দেখা ছেলেকে বিয়ে করে সংসার করি কারন আমি তো মেয়ে ,

কখনও মনে হয় আমার দৌড়ে গিয়ে খোলা আকাশের নীচে চেচিয়ে বলি 

কেন ? কেন ? কেন?

আজও আমাদের ট্রেনে , বাসে ও রাস্তায় হতে হয় হেনস্তার শিকার

সেটা মানসিকই হোক ,আর যাই হোক না কেন 

পারিনা বলতে আমি লোক লজ্জার ভয়ে 

সেটা কেন ? কারনটা আপনারা জানেন.....


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy