"অপদার্থ ছেলে"অভিরাজ শর্মা
"অপদার্থ ছেলে"অভিরাজ শর্মা
বাড়ির সবার পেটের জন্য কাজ করি আমি,
অপদার্থ ছেলে আমি
প্রাপ্ত বয়সের আগে চাকরিতে গিয়ে
বাড়ির সবার মঙ্গল স্বার্থে কাজ করি আমি,
অপদার্থ ছেলে আমি
চাকরির পুরো আয়টাই দিয়ে থাকি আমি,
অপদার্থ ছেলে আমি
জন্মদিন হোক আর এনিভার্সারি
সবার মন রেখেছি আমি,অপদার্থ ছেলে আমি
ওহ আরেকটা কথা থাকতাম ভাড়া বাড়িতে আমি,
সময় মত বাড়ি ভাড়া দিয়েছি আমি
অপদার্থ ছেলে আমি
তারপর দিন গেলো পূজো এলো
সাথে চাকরি থেকে পাওয়া,পূজোর বোনাসও এলো
কিন্তু একি সব কোথায় গেলো
আহা পূজোর খরচ আর ঘর সাজানোর দায়িত্ব নিয়েছিলাম আমি,সব সেখানেই গেলো
জানেন মাঝে মাঝে এখনও শুনতে হয়
"সারাটা জীবন কি করেছি আমি"?
একটু হেসে বলি "না কিছুই করিনি আমি"
অপদার্থ ছেলে আমি
শুধু এই তৃপ্তিতে অপদার্থ ছেলে আমি,
পদার্থ কি হয় জানিনা কারন অপদার্থ ছেলে আমি ||
