STORYMIRROR

Aviraj Sharma

Inspirational Children

3  

Aviraj Sharma

Inspirational Children

"মহারাজা"

"মহারাজা"

1 min
246

ছোট্ট বেলায় মায়ের কাছে,

অনেক গল্প শুনেছি

গুপি বাঘার দেশে,

প্রথম হারিয়ে গিয়েছি

ভুতের রাজা বর দিলো,

গুপি বাঘাকে

শুনেছি সব ভয় পেতো, 

হীরক রাজার সাজা দেওয়াকে

সহজ সরল মানুষ গুলো, 

বন্দি হয়ে পরে

মগজ ধোলাই হতো তাদের, 

যন্তরমন্তর ঘরে

বড় হয়ে মন জুড়ে গেল, 

রহস্য রোমাঞ্চে

ভীষণ প্রিয় চরিত্রগুলো,

ফেলুদা,জটায়ু আর তপসে

আপনার মতো হবে না কেউ,

পাবো না কাউকে আর

শ্রদ্ধা অর্পন স্যার করি আপনাকে, 

প্রনাম নেবেন আমার 

"মহারাজা তোমারে সেলাম"||



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational