STORYMIRROR

Aviraj Sharma

Children Stories Classics Children

3  

Aviraj Sharma

Children Stories Classics Children

"আমাদের ট্রাম গাড়ি"লেখক : অভিরাজ শর্মা

"আমাদের ট্রাম গাড়ি"লেখক : অভিরাজ শর্মা

1 min
31

শৈশব তোমায় ভালবাসে,

তোমার শব্দ আছে শৈশব জুড়ে

বড়রা তোমায় ভালবাসে,

তোমার কথা তদেরও জীবন জুড়ে

সবাই যদি থাকতে চায় তোমায় জুড়ে,

তাহলে শুনলাম যে তুমি যাচ্ছ চলে

সত্যিই কি তুমি যাচ্ছ চলে ?

তাহলে কি আর তোমায় পাবো না দেখতে ?

পাবো না তোমার শব্দ শুনতে ?

ছোটদের জন্য ছিলে তুমি ট্রাম গাড়ি,

বড়দের জন্য ছিলে স্বপ্ন তরী

আজ এই ভাবে দিছো তুমি অজানা দেশে পাড়ি,

কিভাবে এটা দেখতে পারি? কিভাবে এটা দেখতে পারি?

আমাদের ট্রাম গাড়ি,

তুমি ছিলে আমাদের আর আমাদেরই থাকবে 

যদি কোনদিন সম্ভব হয় তাহলে এসো ফিরে 

আমাদের ট্রাম গাড়ি তুমি যে স্বপ্নের তরী,

আমাদের ট্রাম গাড়ি তুমি যে স্বপ্নের তরী ||


কবিতা : "আমাদের ট্রাম গাড়ি"

লেখক : অভিরাজ শর্মা ‌ 


Rate this content
Log in