আমি সুখী হতে চাই
আমি সুখী হতে চাই


তোকে ভালোবাসি কিনা বুঝিনা,
তবে কি সব মিথ্যে?
যদি ভালোবাসি তবে কেন,
সুখ নেই মোর চিত্তে?
দেখি রোজ তোকে তবুও,
মন যে আমার ভরে না।
তোকে ছেড়ে থাকতে,
একটুও ইচ্ছা করে না।
ভালোই যদি বাসি তোকে,
মনে তবে কেন এত ভয়?
তোকে আমি পাবো কিনা এই ভেবে,
মনে হয় সংশয়।
তোকে শেষরাতে দেখে স্বপ্নে
ভোরে ঘুম আমার ভাঙে না।
দিনে দেরি করে উঠি বলে,
রাতে যে ঘুম আসে না।
তোকে আমি চাই তাইতো,
তোর পিছে ছোটা আজও ছাড়িনি।
তোকে ভালোবাসি মনে হয়!
শুধু আজও সে কথা বলতে পারিনি।
সব বেদনা আর দুঃখ,
আমি আজও নীরবে সয়ে যাই।
তোর ভালোবাসা গায়ে মেখে,
আমি যে সুখী হতে চাই।