আমি মেয়ে
আমি মেয়ে
আমি মেয়ে, আমার বুকের
মাঝে গড়েছি ভালোবাসার
মানুষগুলোর জন্য এক নিশ্চিত
আবাস, যদিও কারো দেওয়া
কষ্টের দমকা হাওয়ায় উড়ে যায়
আমার একান্ত ভালোলাগা
মুহূর্তগুলো, তবু আমি বেদনার
নীল রঙে নিজেকে রাঙিয়ে
এগিয়ে চলি সামনের দিকে,
কিছু খুশি পেলে জমিয়ে রাখতে
ভুলি না হৃদয়ের কোটরে,
ভুলি না আমি মেয়ে, আমাকেই
দুঘটনায় ধর্ষিতা হতে হয়, সারা টা জীবন কলঙ্কের কালো মেখে
আমাকেই কাটাতে হবে নিরপরাধী একটা জীবন।
সেই আমিই আবার নিজেকে ভাবি বিবর্তনের মন্থন দন্ড,
থেমে গেলে হেরে যেতে হবে
জীবনের কাছে, তাই এগিয়ে চলি জীবনের পথে, থাক না
কষ্ট, অবহেলা সাথে, তবু আমি
এই পৃথিবীতে এক অপার শক্তির উৎস।
