STORYMIRROR

Prosenjit Chattterji

Classics

3  

Prosenjit Chattterji

Classics

আমি আমার?

আমি আমার?

1 min
335

আমি আমার একটু সে সাধ,

তাইতো যত্ন শরীর খাঁচার।

অগাধ সমুদ্রে স্বাধীনতা অবাধ,

তবু ইচ্ছে আজো বাঁচার।


বদ্ধ ঘরের সাজানো ফন্দি, 

সে তো আমার হাতের গড়া।

নিজেই নিজেকে করে বন্দী,

আমি জেনেশুনে দিই ধরা।


ভালবাসার জানিনা কারণ,

হয়তো পড়েছি মায়ার ফাঁদে।

অবাধ্য এ মন মানেনা বারণ,

তাই আজও স্বপ্নে হাসে কাঁদে।


এক বাঁধনে মায়াময় সংসার,

সকল কিছুতে আষ্টেপৃষ্ঠে যুক্ত।

জানিয়ে দাও তবে এ অহং কার?

আমায় করে এবার জীবন্মুক্ত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics