আমি আমার?
আমি আমার?


আমি আমার একটু সে সাধ,
তাইতো যত্ন শরীর খাঁচার।
অগাধ সমুদ্রে স্বাধীনতা অবাধ,
তবু ইচ্ছে আজো বাঁচার।
বদ্ধ ঘরের সাজানো ফন্দি,
সে তো আমার হাতের গড়া।
নিজেই নিজেকে করে বন্দী,
আমি জেনেশুনে দিই ধরা।
ভালবাসার জানিনা কারণ,
হয়তো পড়েছি মায়ার ফাঁদে।
অবাধ্য এ মন মানেনা বারণ,
তাই আজও স্বপ্নে হাসে কাঁদে।
এক বাঁধনে মায়াময় সংসার,
সকল কিছুতে আষ্টেপৃষ্ঠে যুক্ত।
জানিয়ে দাও তবে এ অহং কার?
আমায় করে এবার জীবন্মুক্ত।