আমার সোনা
আমার সোনা


আমার চিঠি পেয়েছিস সোনা?
কেমন আছিস তুই?
আমি এই একলা ঘরে,
তোর স্মৃতির সাথে রই।
তোর মুখটা মনে করে,
চোখের জলে ভাসি।
আজও আমার মনে পড়ে,
তোর ফোকলা দাঁতের হাসি।
বৃদ্ধাশ্রমের এই একটা ঘরে,
আমি একলা পড়ে রই।
তোর ফটোকে বুকে জড়িয়ে,
আমি আজও রাতে শুই।
হঠাৎ যেন তোর ‘মা’ ডাক,
শুনতে আমি পাই।
তুই যে আজ পর হয়েছিস,
ভুলেই আমি যাই।
তুই আজ বড় মানুষ,
মস্ত তোর নাম।
আজ যে আর তোর কাছে নেই,
আমার কোন দাম।
তবুও তুই ভালো থাকিস,
থাকিস বাছা সুখে।
আজও যে তুই ছোট্ট সোনা,
মায়ের শূণ্য বুকে।
বয়স আমার অনেক হল,
ফুরিয়ে এল দিন।
থাকুক তোর যতই টাকা,
মিটবে নারে মায়ের দুধের ঋণ।
দৃষ্টি আমার ক্ষীণ হয়েছে,
তবু দুচোখ ভরে দেখতে তোকে চাই।
মরার আগে একবার যেন,
তোকে দেখতে আমি পাই।