আমার শহর কলকাতা
আমার শহর কলকাতা


গঙ্গা তোমার বুকের মাঝে, হাওড়া ব্রিজ এ পারাপার
বাংলায় অফুরান সবুজের মাঝে, স্মৃতিতে ঘেরা শহর আমার ।
রবীন্দ্রনাথ রন্ধ্রে রন্ধ্রে, "মাদার" র এ আপন শহর,
সত্যজিৎ এর লেন্সে, নেতাজির দাবিতে, এ যেন পৃথিবীর দোর ।
মাটির নীচে ছোট ট্রেন, পার্কস্ট্রিট আলোয় ভাসে
খিদিরপুরে জাহাজের ডাক, ইকোপার্ক সবুজে হাসে ।
ফুটবলেতে বেঙ্গল মোহনবাগান, দাদার খেলা ইডেন এ,
বইমেলাতে উপচানো ভিড়, সুনীল, শীর্ষেন্দু,আশাপূর্ণা র সন্ধানে।
কালীঘাট, সেন্ট পাউলস, দক্ষিনেশ্বর,পরী আছে ভিক্টোরিয়ায়
দুর্গাপূজায় মা মহিষাসুরমর্দিনী, শহর মাতে থিমপূজায় ।
প্রেসিডেন্সিতে প্রথম দেখা, কলেজ ফাঁকি- নন্দন আর কলামন্দিরে
কফিহাউসে এ মান্না দে- এ পথ যদি না শেষ হয় এই শহরে।
প্রেমে শহর হাবুডুবু, মন মাতানো রসোগোল্লায়
ভাতে মাছে বাঙালিয়ানা, বালুচরি তাঁত আর কাঁথায় ।
তোমার মাঝে জগৎরূপ,ঘর বেঁধেছি তোমার কোলে
গিয়েছি দূর থেকে দূরে, ফিরেছি আবার ভালোবাসার দোলে