আমার মনে হলো তোর
আমার মনে হলো তোর


ফোনটা বেজে ওঠে, আমার মনে হলো তোর,
চৌকাঠে একটা কাগজ পড়েছিলো ভোরবেলা,
কেউ বললো চিঠি, আমার মনে হলো তোর।
আয়নায় একটা চেহারা দেখতে পাই,
সবাই বলে আমার, আমার মনে হলো তোর।
শহরের কোলাহলে, এক পরিচিত হারিয়ে যাওয়া আওয়াজ
হাওয়ায় ভেসে আসে, আমার মনে হলো তোর।
লক্ষ মানুষের ভীড়ে, চোখে শুধু একটি মানুষেরই প্রতিচ্ছবি,
সবাই বলে ভীমরতি, আমার মনে হলো তোর।
বাগানের থেকে একটা গন্ধ নাকে আসে,
সবাই বলে গোলাপের, আমার মনে হলো তোর।
আমি নাকি আর আমি নই, আর কারুর নই,
সবাই বলে কার তুই, আমার মনে হয়েছিলো তোর।