আমার চাকরী
আমার চাকরী

1 min

492
চেপে দাদুর কোলে
প্রথম দিন ঢুকলাম স্কুলে ,
কান্নাকাটি সঙ্গে করে
বন্ধু পেয়ে গেলাম ভুলে ।
প্রথমদিনের স্কুলে প্রবেশ
দাদু সঙ্গে নেই এবার ,
অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে
আগের স্কুলে ফেরা আবার ।
চাকরীর প্রথম দিনে
ফিরে দেখা নতুন করে ,
শিক্ষকের নতুন বেশে
থাকব হেথা হৃদয় ভরে ।