STORYMIRROR

Santana Saha

Fantasy

2  

Santana Saha

Fantasy

আমার ভালোবাসা

আমার ভালোবাসা

1 min
382

আমার ভালোবাসায় খাদ তো কিছু ছিল না,

হৃদয় নিংড়ানো ভালোবাসা উপহার দিয়েছিলাম

তোমায়......

স্বাতী নক্ষত্রকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলাম,

নিজেকে তোমার কাছে উজাড় করে দেবার....

যেমন করে কলমের কালি নিজেকে উজাড় করে দেয়,কবির পাতার প্রতি ছত্রে.....

তবু ভাষাগুলো কথা রাখেনি,

সময়টা চুরি করে নিয়েছিল কথাগুলোকে,

অসময়ের শ্রাবণধারা,নিভিয়েছিল জ্বলন্ত আবেগ.....

নদীর ঘাটে ভেড়ানো ভাঙা ডিঙি, কি বোবা কান্না বুকে চেপে রয়েছে কে জানে......

নদীর জল ছলাৎ ছলাৎ শব্দে তার গায়ে উপহাসের টীকা এঁকে যায়......

গোধূলির আজানের আওয়াজ,পাখির উড়ান, করছে আরও এক সন্ধ‍্যার সূচনা......

নিজের অস্তিত্বকে মিশিয়ে নিই,ধূসর বাদামী আবরণে,চেনা জানা চরিত্রের ভিড়ে,

কিছু অসমাপ্ত কথা কি ঠোকা খায় মনের চৌকাঠে.....

কিছু অপূর্ণ আশা কি ছেঁড়া মেঘ হয়ে ভাসে, অদৃশ‍্য আকাশে, তাও.......


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy