আমাদের ভারত
আমাদের ভারত
ওড়িশা পশ্চিমবঙ্গ আসাম বিহার
মধ্যপ্রদেশ আ ন্ধ্রপ্রদেশ গুজরাট পাঞ্জাব
প্রভৃতি প্রদেশের সমাহার আমাদের এই ভারত
নানা ভাষা নানান বেশভূষা নানা রকমের আচার বিচার
এত বৈচিত্র্য এত বিভিন্নতা
তবুও তো সে একই সূত্রে গাঁথা
শোনো বিশ্ব আমরা সবাই অমৃতের পুত্র
তাইতো আমরা ভাই ভাই সবাই যে মিত্র
ভুলে সব কলহ, এসো চলি মিলেমিশে
চলো সবাই ভাগ নিই দেশের বিকাশে
ভারত মাতার চরণে ঠেকাই মাথা
গেয়ে চলি ভারতেরই গৌরব গাথা ।।
