আজও অপেক্ষায়......
আজও অপেক্ষায়......
৷
মাগো তোমায় পায়নি ছুতে
জন্ম হওয়ার পর,
যখন থেকে চিনতে শিখেছি
কি বাড়ি কি ঘর।
তোমার আঁচল তোমার স্নেহ
কখন'ও পারিনি বুঝতে,
কোথায় হারিয়ে গেছো তুমি
কোথায় যাবো খুজতে!!
আমার আশার প্রদীপ শিখা
তুমি আসার তরে,
আলোকিত হবে আলো ছাড়ায়
এলে তুমি এই ঘরে।
আগেও আমি ছিলাম আর
"আজও অপেক্ষায়" আছি,
চলে যাবো কবে তোমার মতো
থাকবো তোমার কাছাকাছি।
মাগো তোমায় পায়নি ছুতে
জন্ম হওয়ার পর,
যখন থেকে চিনতে শিখেছি
কি বাড়ি কি ঘর।
তোমার আঁচল তোমার স্নেহ
কখন'ও পারিনি বুঝতে,
কোথায় হারিয়ে গেছো তুমি
কোথায় যাবো খুজতে!!
আমার আশার প্রদীপ শিখা
তুমি আসার তরে,
আলোকিত হবে আলো ছাড়ায়
এলে তুমি এই ঘরে।
আগেও আমি ছিলাম আর
"আজও অপেক্ষায়" আছি,
চলে যাবো কবে তোমার মতো
থাকবো তোমার কাছাকাছি।
