Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Drama Classics

4.5  

Manik Goswami

Drama Classics

আজকের আমরা

আজকের আমরা

1 min
183


এই বিশ্ব চরাচরে

আমরা কেমন পরিণত আজ জড়ে ।

হারিয়ে ফেলেছি আপন স্বত্বা, নির্জীব সংসারে ।


আমরা ক্লান্ত, আমরা শ্রান্ত

আমরা আজিকে হয়েছি ক্ষান্ত, প্রাণহীন জর্জরে ।

আমরা ভুলেছি মুখের ভাষা,

আমরা ভুলেছি কেমনে হাসা,

আমরা করেছি ভালোবাসাটিরে - কৃত্রিম নড়বড়ে ।

হারিয়ে ফেলেছি আপন স্বত্বা, নির্জীব সংসারে ।


আমরা মূর্খ, আমরা হীন,

নিজেরেই মোরা করিয়াছি দীন,

সামর্থ্য তাই আজ বড় ক্ষীণ, হারিয়েছি প্রভাকরে ।

চারিদিকে আজ দুঃখ,দৈন্য;

খুঁজে ফিরি কোথা মিলিবে অন্ন,

চক্ষুলজ্জায় হইনা ক্ষুন্ন, ঘৃণা আছে প্রাণ ভরে ।

হারিয়ে ফেলেছি আপন স্বত্বা, নির্জীব সংসারে ।


সততা, সহানুভূতি

অনুকম্পা কাহারো প্রতি,

হারিয়ে এসব মানসিকতায়, নতুন ব্রতে ব্রতী ।

দ্বন্দ্ব, ঘৃণা অজুহাত আর ঈর্ষার প্যাঁচে পড়ে

বাড়িয়ে তুলেছি দুঃখের বোঝা, বাড়িয়েছি অনাচারে;

হারিয়ে ফেলেছি আপন স্বত্বা, নির্জীব সংসারে ।


আমাদের কত করণীয় ছিল ভাবলে দুঃখ জাগে,

জাতির প্রতি, সমাজ এবং দেশের কাজে লাগে,

মিথ্যা দ্বন্দ্ব, হানাহানি আর বিরোধিতার জেরে

বিসর্জিয়া আপন ধর্ম, আপন কর্মটারে

এ কোন পথ নিয়েছি বাছিয়া

বহুজনে দেখে যাইছে হাসিয়া,

ভরিয়া তুলেছি নকল জীবন, অভিনব প্রচারে,

হারিয়ে ফেলেছি আপন স্বত্বা, নির্জীব সংসারে ।


আমরা এখন হঠাৎই উগ্র

অল্প কিছুতেই অতীব ব্যগ্র,

ধৈর্য মানেনা মোদের হৃদয়

ভুলে গেছি কারে সংযম কয়;

ভ্ৰষ্ট আমরা আপনার পথে, নীতিহীন ব্যভিচারে;

আপন বুদ্ধি, বিবেক হারায়ে পরিণত আজ জড়ে 

হারিয়ে ফেলেছি আপন স্বত্বা, নির্জীব সংসারে ।


আসলে আমরা করিনা কিছু,

ছুটি সারাদিন ভরসার পিছু,

কাজের বেলাতে অশ্বডিম্ব

চোখের সামনে মিথ্যা বিম্ব - রচিতেছি অগোচরে ।

তাই চোখ চেয়ে দেখি শুধু সেই বেদনার হাহাকারে।

হারিয়ে ফেলেছি আপন স্বত্ত্বা, নির্জীব সংসারে ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama