STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others Children

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others Children

আজব স্বপ্ন

আজব স্বপ্ন

1 min
213



'একদিন ভোরে আমি স্বপ্ন দেখিনু',

আকাশের গায়ে যেন উঠেছে রামধনু।

সাত রঙ তার আজ আর নেই,

সব রঙ গেছে ধুয়ে,

আকাশের নীল রঙটাও যেন

লাগছে বড্ড ফ‍্যাকাসে।

সূর্যের নেই আর কোন তেজ,

আগুনের গোলা যেন নিভে হয়ে

গেছে ঠান্ডা নিস্তেজ।

চাঁদের মত সুন্দর, স্নিগ্ধ মিষ্টি হাসি

হাসছে ধ্রুবতারা।

আমি সাদা মেঘের ভেলায় বসে

দিচ্ছি সূর্যের কাছে পাড়ি,

সূর্যি মামার গালে আঁকা

রয়েছে মস্ত চাপ দাড়ি।

ফোকলা দাঁতে হাসছে মামা খিলখিলিয়ে,

অন‍্যদিক চাঁদ মামা রাগি মুখে

আসছে যেন আমায় খেতে,

আস্ত গিলে।

ঘুমটা গেল হঠাৎ ভেঙ্গে ভয়ের চোটে,

ঘেমে নেয়ে উঠলাম যেন ঘোড়ার

মত তরবড়িয়ে।

উঠে দেখি আমি আছি বিছানায় শুয়ে,

ভয়ের চোটে গলাটা গেছে পুরো শুকিয়ে।

নিজের দেখা স্বপ্নের কথা ভেবে

হাসতে হাসতে হলাম খুন,

এই রকম অনাবিল আনন্দ ছিল

সকাল সকাল পাওনা,

স্বপ্নের যে কি গুন!!





Rate this content
Log in

Similar bengali poem from Abstract