আজ তুই স্মৃতি
আজ তুই স্মৃতি
দিনের শেষে, রাতগুলি আছে আগের মতোই,
শুধু তুই পাশে নেই।
একা থাকার অভ্যাস হারিয়েছিল জীবন,
তোকে ভালোবাসার পর,
তুই কাছে আসার পর।
তাই তুই যাওয়ার পর,
অন্যের হওয়ার পরও,
আমি রাতগুলিকে একা হতে দিইনি।
না আমি এমন কাউকে সঙ্গী করিনি,
যে তোর মত পলাতক হবে।
আজ আমার সঙ্গী স্মৃতিরা—
এরা পলাতক নয়, নয় বিশ্বাসঘাতক।
আমি আজ শুধু এই স্মৃতিদেরই ভালোবাসি।
এরা আমাকে কখনো একা হতে দেয়না।
স্মৃতির দৃঢ় আলিঙ্গনে যাপন করি,
আমার প্রতিটি রাত।
পার্থক্য শুধু একটাই—প্রতিটি নতুন ভোরে,
তোর কপালে আঁকা হয় নতুন প্রেমের চুম্বন।
আর আমার গালে লেগে থাকে,
পুরানো স্মৃতিবিজড়িত অশ্রুর দাগ।