STORYMIRROR

বিকাশ দাস

Romance

4  

বিকাশ দাস

Romance

আগন্তুক

আগন্তুক

1 min
594

তোমার হাতে

হৃৎপিণ্ড দিয়ে বলেছিলাম... 

ভালোবাসা ধারণ করো আগন্তুক মায়ার শুভম ধরে

আমার পতিত পাঁজর বৃষ্টিশূন্য মেঘ খরা-মাটির চরে

জাগিয়ে হৃদয়-ভরা অভয়ারণ্য। 


তোমার হাতে

হৃৎপিণ্ড দিয়ে বলেছিলাম... 


আকাশ ভোর-ভোর গন্ধ ফুলে

দুর্বার জলজ মাটির স্নিগ্ধ তুলে।

গৃহাগত এক ফালি জমি

লাঙল ফলার আঁচড শস্য প্রণম্য নমি

দূরত্ব ভেঙে বুকের মধ্যে পৃথিবী।


তোমার হাতে

হৃৎপিণ্ড দিয়ে বলেছিলাম... 


জ্যোৎস্না রক্তস্নাত কলমের বর্ণের দাগে’

বৈরিতা মৃত্যু-কোষ নিংড়ে সর্বস্ব অনুরাগে। 

মরুর প্রান্তরে নদীর স্রোতের আকুলতা

রোদ্দুরের উত্তাপ থেকে নিরাময় আন্তরিকতা।


তোমার হাতে

হৃৎপিণ্ড দিয়ে বলেছিলাম...


দু’হাত খুলে দাও

দিগন্তজুড়ে পাখিদের ওড়াউড়ি আমুদে আকাশ

বৈধ-অবৈধ সংসার-ধর্ম পোড়া ছ্যাঁকার হা-হুতাশ

খুঁজে নিতে দাও  

অভ্যাগত বিপ্লব নিঃশ্বাসের অস্তিত্ব

কবির অবোধ মনে প্রণয়ী কাব্য-চিত্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Romance