আগন্তুক প্রেম
আগন্তুক প্রেম
যখন আমার বিকেলগুলি একলা হয়ে যায় তোকে ছাড়া,
তখন শুধু তোর কথাই মনে পড়ে আগন্তুক প্রেম।
তুই আমার ফুরিয়ে যাওয়ার সঙ্গী হোস,
তুই-ই আমার নিজেকে নিজের মধ্যেই হারিয়ে ফেলার সঙ্গী হোস।
অচেনা, অজানা তুই তবুও তোকে ছুঁয়ে দেখতে চায় মন,
তোর মাঝেই হারানো নিজেকে খুঁজে পেতে চায় মন।
আগন্তুক প্রেম তোকে রাখবো আমার ভিজে চোখের পাতায়,
রাখবো কবিতা করে আমার মনের খাতায়।
আমায় কি তুই বাসবি ভালো?
আমার খোলা চুল নিয়ে করবি খেলা?
আগন্তুক প্রেম তোকে ছাড়া যে নিঃসঙ্গ আমি,
নিঃসঙ্গ আমার অপেক্ষার সকল বিকেলবেলা।