আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি
টগবগ করে ফুটছে লাভা
আগ্নেয়গিরি না ফেটে আর কতদিন থাকবে
প্রতিবাদে পৃথিবীর বুক চিরে
জমাট বাঁধা বোবা কান্না বুক ফেটে
বেরিয়ে আসবেই নির্ঘাত।
নব বধূ ঘোমটা ফেলে দুচোখ মেলে
আর দেখতে করে না ইতস্ততঃ
হায়না কোথায় ওত পেতে আছে
সম্ভ্রম লুট করার অপেক্ষাতে।
যে মানুষটার হাতে নিজেকে সমর্পণ করেছিল
বরণ করেছিল স্বামী বলে
বিশ্বাসের ভিত্তিমূল নড়িয়ে দিয়ে
সম্পর্কের সকল শিকড় উপড়ে ফেলে
যা ছিল সম্বল কানাকড়ি
কেড়ে সব নিয়ে গেছে চলে।
বাতাস ভারি হয়ে উঠছে ক্রমাগত
ঘন কালো মেঘের আড়ালে ঢাকা পড়ছে সূর্যের আলো
দিনের বেলায় এত অন্ধকার নেমে আসেনি কখনো
অশুভ লক্ষণে বুকের ভিতর উঠছে ঝড়।
বলছে সবাই শান্ত হতে ---
কেমন করে শান্ত হই
ওদের দুচোখ শুধু সন্দেহে ভরা
বলছে পাত্তাড়ি গুটিয়ে ভালয় ভালয় কেটে পড়তে
নইলে পরিণাম ভাল হবে না তার।
ঘাড়ের উপর খাড়া ধরে আছে
মানবে কে এই পরোয়ানা
এত স্বৈরাচার আর যায় না সওয়া
বড় ভুল ধারণায় বুঁদ হয়ে আছ
এই আগ্নেয়গিরি কখনই ফাটবে না।