আঘাত
আঘাত


আচ্ছা তোমার বিশ্বাসটুকু কি আদৌ
অর্জন করেছিলাম ?
নাকি পুরোটাই ছিলো মিথ্যে ?
তুমি কি সময়ের বেশী মূল্য বুঝেছিলে ,
আমার থেকে খানিক বেশী ?
তাই শুধু খানিক সময় অতিবাহিত করা
আর চাহিদার ওজন ভারী করা -
এই ছিলো তোমার প্রধান উদ্দেশ্য ।
তাই আজ যখন তোমায় কাছে পেতে গেলাম
তুমি সময়ের দোহাই দিয়ে সরে গেলে ।
তাই বিশ্বাসকে আঘাত করেছো কিনা
বলতে পারি না ।