আধুনিক ভালোবাসা
আধুনিক ভালোবাসা
সবে যখন আমার বোঝার বয়স হয় ,
তখনই আমার জীবনে প্রথম প্রেমের উদয়।
টানা সুন্দর কাজল-কালো চোখ দেখে-
মুগ্ধ হয়ে নীরবে চেয়ে থাকতাম,অবাক হয়ে।
সে তার মিষ্টি গলার স্বরে-
ভিজিয়ে রাখত আমায় সারাটা দিন ধরে।
তার সেই সুন্দর হাসির সুর-
এখনও যে আমার কানে লাগে সু-মধুর।
অবশেষে একদিন,
চিরতরে সে গেল চলে,
আমাকে একা ফেলে।
আমার ভালোবাসায় ছিলনা কোনো কামের নেশা,
যা ছিল তা কেবলই , নিঃস্বার্থ ভালোবাসা’।
আর আজ, মাত্র কয়েকটি বছর পরে ,
ভালোবাসায় কত কি হয়েছে শামিল ধীরে ধীরে -
পার্কে যুগলের কামার্ত ভালোবাসা দেখে-
চোখ বন্ধ হয়ে আসে অশ্রুজলে।
একি পরিবর্তন, আজ ভালোবাসাতে!
কেউ কি পারে না বাসতে ভালো বিনা স্বার্থে ?
বদলে গেছে আজ ভালোবাসার ধরণ,
মন থেকে এখন কেউই কাউকে করে না যে বরণ।
দুই মিনিটের সুখে ভূমিষ্ঠ হবে, যে পৃথিবীতে-
ক্ষণিক পড়ে স্থান হবে তার ময়লার ভ্যাটে।
হ্যাঁ , আরও কত কি যে দেখায়,
হায়রে মানুষ পাগল- আধুনিক ভালোবাসায়।

