Sudip Bag

Abstract Classics Inspirational

3  

Sudip Bag

Abstract Classics Inspirational

আবদ্ধ ধরিত্রী

আবদ্ধ ধরিত্রী

1 min
253


 আবর্তন গতির ফাঁক গলে কক্ষপথের রাস্তা ধরে

আগমন হলো তার ...

অনাহূত অথিতির মতো তার আগমন বার্তা কেউ পেল না আগে থেকে।

অ-চিন জগৎ থেকে শুরু হলো তার বিশ্ব পরিক্রমা,

সেই ধূর্ত শিকারির অমোঘ দৃষ্টি থেকে মানব জাতি পেল না নিষ্কৃতি।

বিশ্ব ভরা প্রাণের শুরু হলো অস্তিত্ব সংকট,

সভ্যতার অনুকূল প্রবাহমান পরিণত হলো তার প্রতিকূল আবহে।

প্রাণবায়ুতে প্রাচুর্য প্রাণী জগৎ ভরে উঠলো বিষ বাষ্পে,

অগণিত ছোট বড়ো প্রাণ হলো নীলকণ্ঠ।

সর্বগ্রাসী পঙ্গপালের মতো তার আস্ফালন,

উদ্যাম স্রোতস্বিনীর মতো তার করাল গ্রাসে নিপীড়িত পুরো ধরিত্রী ।

নীলাভ অম্বর তিমির জালে আবদ্ধ,

হরিৎ ক্ষেত কৃষ্ণাঙ্গ ।


তবে বদলাবে সময়, বদলাবে ক্ষণ,

বিশ্ব আবার সিক্ত হবে অমৃত সুধায়।

স্তব্ধ ধরা গতিমান হবে , বিশ্বভরা ধন,

আবদ্ধ ধরিত্রী মুক্ত হবে সর্ব প্রচেষ্টায়।


পৃথিবী আবার শান্ত হবে, বিদায় নেবে দুঃসময়,

অমঙ্গলের বেড়া ভেঙে হাসবে সবাই বিশ্বময়।

   



Rate this content
Log in

Similar bengali poem from Abstract