STORYMIRROR

Sharmistha Mukherjee

Abstract Inspirational Others

3  

Sharmistha Mukherjee

Abstract Inspirational Others

শিক্ষা সংশ্লেষ

শিক্ষা সংশ্লেষ

1 min
119


সদ্য অঙ্কুরিত চারার অন্তর্নিহিত শক্তিকে

বিদ্যারূপী বাতাস আর 

জ্ঞানরূপী সূর্যালোকের মাধ্যমে

শিক্ষাসংশ্লেষ ঘটিয়ে মাথা উঁচু করে

মাটি কামড়ে বাঁচতে শেখান । 

কার্বন -ডাই -অক্সাইডের মতো 

বিষাক্ত চিন্তাধারা ও অপরিণত , শুষ্ক

মননশক্তিকে জল সিঁচন করে

বিদ্যার অক্সিজেনে পরিশোধিত করেন । 

ভিন্ন ভিন্ন জারণ- বিজারণ প্রক্রিয়ার দ্বারা

গড়ে তোলেন বৃহৎ শাখা - প্রশাখাযুক্ত বৃক্ষ , 

জ্ঞানে - বিদ্যায় - বুদ্ধিতে সাজিয়ে তোলেন 

ধীরে ধীরে ছোট্ট চারা থেকে পরিণত হওয়া

প্রকান্ড বৃক্ষের শাখা - প্রশাখায় । 


বিদ্যা বৃক্ষের সুমিষ্ট বিদ্যাফল দানের তরে

পরমাত্মার বরপুত্র শিক্ষক গোষ্ঠী 

ওনাদের বিদ্যার তেজে আলোকিত সমাজ , 

ওনারাই অশিক্ষিত - মূর্খ - দুর্বুদ্ধি সমাজের

শিক্ষার অমৃতভান্ডার আর চিত্ত সন্তুষ্টি । 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract