পরী মা
পরী মা
খেলছে শিশু পরীর সাথে, মাতছে দিন রাত,
মা যে গেছে তারার দেশে, পরী করে মাত,
জ্ঞান হয়ে দেখে নি সে, মা-কে খোঁজে তাই,
বায়না করে বাবার কাছে মা-কে যে তার চাই,
অবুঝ শিশু কাঁদতে থাকে, শেষে হাসে বেশ,
পরী ওর মা মনে ভাবে, কান্নার হয় যে শেষ,
শিশুর খুশি দেখে বাবা, শান্তি পেয়ে যান,
একটা কিছু ধরে বাঁচুক, তাই তো তিনি চান,
একদিন মুগ্ধ হয়ে বাবা, ওদের দেখেন বেশ,
মানুষ তো নয় স্বপ্ন, ভাঙলে হবে শেষ,
এমন করে বড় যে হয়, সকল কথার টান,
কবি হয়ে লেখে সে সব, হয়ে যায় গান।
