আলোর দিশারি
আলোর দিশারি
নতুন আলোর রোশনাই জ্বেলে আধার করে দূর
জ্ঞানের আলো ছড়িয়ে দেয় সাগর সুমুদ্দুর,
অগ্রজেবৃন্দের তরে কত যে দান শিক্ষাগুরুর
অজ্ঞতা পিছু ফেলে এনে দেয় এক নতুন ভোর।
শিক্ষকের হাত ধরেই পুরে যায় মর্ত্যের অমানিশা
তৃষিত প্রাণে জাগায় নতুন আশা,
নব দিগন্তের সূচনায় খরতানে উড়ায় হতাশা
ভীরুতা পিছনে ফেলে, আনে নতুন পথের দিশা।
জ্ঞানের আলোয় উন্মুক্ত করে বিবেকের সংকীর্ণ দ্বার
ফুলের কুঁড়িকে প্রস্ফুটিত করে বারংবার।
শত বাঁধায় কোনো নিষেধ জানে না মানার,
প্রতিজ্ঞাবদ্ধ যেন তারা আলোকিত সমাজ গড়ার।
হে নবীন প্রাণ,
সুন্দর সমাজ গঠনে যাদের এত অবদান,
তাদের অপমানে কন্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান
এ ধরায় চির অম্লান থাকুক শিক্ষকের সম্মান।
#thank you teacher
