STORYMIRROR

বিকাশ দাস

Classics Fantasy

3  

বিকাশ দাস

Classics Fantasy

কবির শেষ পাতা

কবির শেষ পাতা

1 min
773

কবিতা কি পাথর

কল্পনাতীত

দু’হাতের শ্রম ভেঙে ভেঙে মানুষের আদলে

মূর্তি বানানো

শব্দের আঁচড় অনুসন্ধিৎসু

সৌন্দর্যয়ের লাবণী রক্তঘাম


কোন এক খোলা প্রত্যহে 

বাজারের চৌমাথায় একলা ছেড়ে আসা

জমজমাট মানুষের যাওয়া আসার ভিড়ে

মুক্তির বোধ।


ক্রমশ

কবির নির্মাণ

নিঃশ্বাস নিস্তরঙ্গ

অযত্নে ভেঙে ভেঙে মৃত্যুর খটকা

আর এক পাথর রুদ্ধশ্বাস সমাধি কবিতার শেষ পাতা


Rate this content
Log in

Similar bengali poem from Classics