ভয়
ভয়
এ কেমন অন্ধকার আমাদের গ্রাস করছে,
চোখে দেখা যায়না, কথায় প্রকাশ পায়না।
অবক্ষয়ের সংকেত, শুকোছে সবুজ খেত,
ক্ষমতার লালসায় অহরহ দেহ পুড়ছে।
চোরা বালি জীবনকে টেনে নিচ্ছে,
মানুষ হল যন্ত্র, ভোগ বিলাশই মন্ত্র।
সহজে মিলে যদি পথ, আকাশে ভাসে রথ,
কে বেঁচে আছে, কেই বা কবর দিচ্ছে।
এক মাটির রস নিয়ে শহর বিকশিত,
গড়ে আড়ালে জতুগৃহ, যুদ্ধে মরে নিরীহ।
নীরব হাহাকার ধ্বনি, ভুলের মাসুল গুনি,
কোন সে ভয় নিয়ে আমরা জিবীত।

