STORYMIRROR

Sambarna Ghosal

Drama

4  

Sambarna Ghosal

Drama

যাত্রা

যাত্রা

1 min
346

সেই ট্রেন জার্নি টা ছিলো বড্ড লম্বা

তবুও তোমার কথা ভাবতে ভাবতে

আমি যাত্রা করেছিলাম সেই এক অতীতে।

না, আমাদের প্রথম দেখা নয়

তবে আমার মনে একে একে ভিড় করছিল

নানা পাওয়া না পাওয়ার মধ্যে আমাদের একসাথে পথ চলার কথাগুলো।


সেই যাত্রা তুমি ভুলে গেলেও,আমার মনে তা আজও এক সুন্দর স্মৃতি।

তবে কি শুধু স্মৃতি হয়েই রইলে তুমি?

আমার মনের অলিগলি তে হয়তো সত্যি কোনো জায়গা করে নিতে পারোনি,

নয়তো অতীতে ফিরে গিয়েও কেন আমি সম্মুখে যাত্রা করবো?

হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম কখন ট্রেন গন্তব্যে পৌঁছবে।

কখন, আমি আবার যাত্রা করবো

কোনো এক নতুন পথে,

এক অজানা আগামীর সাথে।


Rate this content
Log in

More hindi poem from Sambarna Ghosal

Similar hindi poem from Drama