যখন অনাহারে মৃত ৬
যখন অনাহারে মৃত ৬
শহরে ঘোড়ার ডিম বিক্রি করতে গিয়ে ধরা পড়ল একজন। পুলিশ বলল, এটা নক্কারজনক ঘটনা। এর কঠোর শাস্তি হবে। মন্ত্রী বলল, আমরা তদন্ত করে দেখছি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সারা শহর ছেয়ে গেল খবরে ‘ ঘোড়ার ডিম বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে একজন’। জেউ কেউ গুপ্তভাবে অনুসন্ধান করল যাতে ঘোড়ার ডিম পাওয়া যায় আর তারা অনেক বেশি দামে বিক্রি করতে পারে। কোথা থেকে খবর এল আজ গভীররাতে বাতিল দুর্গের পিছনে ডিম বিক্রি হবে । সেই অন্ধকার থেকে লাইন পড়ল বিশাল। (যদিও গোপনে চারপাঁচটা পুলিশও এসেছিল ঘোড়ার ডিমের খোঁজে।)
ভোরবেলা সব্বাই যখন ক্লান্ত, ডিমের কোন হদিশ নেই। জানা গেল, চাঁদ খসে পড়েছে রেলের মাঠে...