কৃষ্ণেন্দু চ্যাটার্জি

Comedy

2  

কৃষ্ণেন্দু চ্যাটার্জি

Comedy

একটি সাধারণ আপেলের গল্প

একটি সাধারণ আপেলের গল্প

1 min
189


গাছ থেকে পড়া আপেলকে তুমি সহজেই খাবে কিভাবে?


গাছের যে আপেলটি তোমার সামনে পড়ে আছে বলা যায় তুমিই তাকে পেরেছ যখন সে আরও অন্য আপেলের মত গাছেই ছিল। তাকে জিজ্ঞেস কর তুমি যে আপেল এবং এই গাছেরই তা প্রমাণ কর। পড়া আপেলটা হয়ত তখন বলবে, হ্যাঁ আমিই আপেল । ওই তো গাছেই ছিলাম অন্য আপেলের মত। ওখানেই বেড়ে উঠেছি। রোদ মেখেছি। বৃষ্টির জল লেগেছে আমার শরীরে। আমিও হাওয়ার সাথে দুলিয়েছি আমার শরীর। এই দেখ সব আপেলের মত আমার একইরকম ছাল, ভিতরের শাঁসে সেই মিষ্টতা। তুমি তখন বলবে, অন্য আপেলগুলো যে পুরো লালচে। তুমি কিছুটা হলুদাভ কেন? আপেলটি একবার গাছের দিকে একবর তার নিজের দিকে তাকাবে। সে জানে না এখন কি বলা উচিত,সে আপ্রাণ চেষ্টা করবে এটাই প্রমাণ করতে যে সেও এই গাছেরই আপেল। তুমি বোঝাবে যে সে কোন আপেল নয় সেটা সে প্রমাণ করতে পারে নি। অতএব অনায়াসেই তাকে খাওয়া যায়। এবার তুমি কামড় দিতেই পারো।


যারা এটা পড়ছেন তারা হয়ত বলবেন আপেল খেতে এত কথার কি আছে। ও তো অনায়াসে খাওয়াই যায় যখন তুমি জানো তুমি নিজেই সেই গাছের বা আপেলটির মালিক।  



Rate this content
Log in

Similar bengali story from Comedy