কৃষ্ণেন্দু চ্যাটার্জি

Comedy Classics Inspirational

4  

কৃষ্ণেন্দু চ্যাটার্জি

Comedy Classics Inspirational

ভগবানের উত্তর

ভগবানের উত্তর

1 min
446


ভগবানকে নাকি চিঠি লেখা যায়। দিকে দিকে এই খবর ছড়িয়ে পড়ল। বলা যায় ছড়িয়ে দেওয়া হল। তাই সব্বাই ব্যস্ত হয়ে পড়ল তাদের অভাব অভিযোগ জানাতে। একজন বৃদ্ধ লিখল, ভগবান আমার ছেলে চারমাস অসুস্থ অপারেশনের টাকা নেই। নিজের চোখে ছেলের মৃত্যু দেখা ছাড়া আর কোন উপায় নেই। অন্য আরেকজন লিখল, গেল বছর বন্যায় সব ধান নষ্ট হল আর এবছর খরায়। আত্মহত্যা ছাড়া আর উপায় কি বলুন।আরেকটা চিঠি ছিল, ২০ মাস ঘর ছাড়া। সরকার তাড়িয়ে দিয়েছে। মা বউ বাচ্চারা বেঁচে আছে কি না জানি না। আরেকজন লিখল, খাবার সংস্থান নেই। আমাদের মৃত্যু দিন। এইভাবে বহু মানুষের দুঃখের কথা অভিযোগের কথাই বলা হয়েছিল চিঠিতে। যদিও বহুবছর কেটে যাওয়ার পরও কোন উত্তর আসেনি। যারা চিঠি দিয়েছিল তারাও ভুলে গিয়েছিল চিঠির কথা। কারণ ততদিনে অন্য সমস্যা এসে গেছে বা লোকটিই হারিয়ে গেছে। তবে একেবারেই যে উত্তর আসেনি এটা বলা অন্যায়। উত্তর এসেওছিল। যে লোকটা কি লিখবে বুঝতে না পেরে সাদা পাতা পাঠিয়েছিল তার উত্তরে লেখা ছিল, স্পষ্ট করে লিখুন।   


Rate this content
Log in

Similar bengali story from Comedy