STORYMIRROR

Neha Das Das

Abstract Romance Others

3  

Neha Das Das

Abstract Romance Others

যে গল্পের নাম ছিল না

যে গল্পের নাম ছিল না

4 mins
260


মুষল ধারে বৃষ্টি পড়ছে সামনে কিছু দেখা যাচ্ছে তেমন ভাবে বিপদ ঘটতে পারে , রাস্তা প্রায় জনমানব শূন্য,জানজ্ট ও মুক্ত তাই তারা গাড়ি দাঁড়িয়ে বৃষ্টির মজা নিচ্ছে।  

--“ধুস,, তুই থাক আমি যাই, বাইরে এতসুন্দর বৃষ্টি গাড়ির ভিতরে বসে কে থাকে। ”এইদিকে গাড়িতে বসে বিরক্তি স্বরে নেহা কথা গুলো বললো তার পাশে বসা ব্যক্তিকে। 

– “একদম না । ”নেহা তার পাশে বসা ব্যক্তির পুরুষালী গম্ভীর কন্ঠস্বর শুনে ও তোয়াকা করে গাড়ির দরজা খুলে বার হতে গেলে ।এক হেচক টানে টান সামলাতে না পেরে নেহা গিয়ে পড়লো সেই ব্যাক্তির উপর । নেহা চোখ খুলে তাকালো সেই ব্যক্তির দিকে চেয়ে দেখলো সেই ব্যক্তি ডেভিল মার্কা হাসি দেখে নেহার রাগ সপ্তম পর্যায়ে উঠে গেল। 

_নেহা চোখ দুটো সরু সরু করে তার দিকে তাকিয়ে বলতে লাগল -"সত্যিই তুই বেস্ট রোম্যান্টিক নভেলের এর অথর আয়ান চৌধুরী তো ।"

আয়ান নেহার কথা অবাক হয়ে নেহা দিকে তাকালো -"কি যা তা বলছিস নেহা ?"

_"তো কি বলবো তোর মত একজন রোম্যান্টিক নভেলের অথর, যাঁর প্রতিটি বই প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বেস্টসেলিং বইয়ের টপে লিস্টে চলে আসে, তার মুখে এই রকম রসকস হীন কথা সে কীনা বৃষ্টি ভালোবাসে না তাকে কি বলবো। "

নেহার কথা শুনে আয়ান ঠোঁট চেপে ধরে হাসলো তাতে তার গালে টোল আরো ও স্পষ্ট করে ফুটে উঠেছে। 

-"আমি রোম্যান্টিক নভেলের অথর আয়ান চৌধুরী ই কিন্তু আমার মনে হয়, গল্প উপন্যাসের রোমান্টিক বৃষ্টিতে ভিজে ভালোবাসা আর বাস্তবের বৃষ্টিতে ভিজে জ্বর বাধানো ভালোবাসা এক নয় ।"

আয়ানের কথা শুনে নেহা বলল-যার গল্প পড়ে মানুষ প্রেমে পড়ে তার মুখে এমন কথা । 


–“আমরা রোম্যান্টিক কোনো উপন্যাস পড়ি এর চরিত্রের প্রেমে তার সাথে হাসি কাঁদি ভালোবাসি, আমরাও চাই এমন এমন প্রেম আমাদের লাইফে ও আসুক তাতো হয় না আমরা আমাদের ভালবাসার মানুষের সাথে কল্পনার চরিএের মিল খুঁজি তারপর আমরা বিশ্বাস করি না এটা ভালোবাসা নয় তারপর এই ফল ইন লাভ থেকে হার্টব্রেক ।

তবে এই সব কাটাতে আমি আমার কল্পনার সাথে প্রেম করা ভালো তার সাথে কোনোদিন ব্রেকআপ হবেই না। "


—"আয়ানের কথা শুনতে শুনতে নেহা হেসে নিজের মনে মনে বলতে লাগল -ঠিক তো কল্পনা যার সাথে তিনশো পঁয়ষট্রি দিনের চব্বিশটা ঘন্টাই কাটানো যায়। তুই যে কি পরিমাণের আমার কল্পনা সেটা তুই ও জানিস না। মনে হয় ভগবান আমার কল্পনাকে আমার বাস্তবে এনে দাড় করিয়ে দিয়েছিল ।"

—"তাহলে আমি এখানে কি করছি, লেখক মশাই আপনি থাকেন আপনার কল্পনাকে নিয়ে। "এই বলে নেহা গাড়ি থেকে বেরিয়ে গেল ।

আয়ান ডাক দিল কিন্তু নেহা তা না শুনেই এগিয়ে চলছে অগতা আয়ান আর কোনো রাস্তা না পেয়ে তার প্রেমিকার মান ভাঙ্গাতে আয়ান গাড়ি থেকে নেমে পড়লো ।

বৃষ্টি তখন ও পড়ছে, আয়ান ছুটে নেহার পাশে গেল ,নেহার কোমর বেষ্টন করে এক টানে নেহাকে নিজের সাথে জড়িয়ে ধরলো।


-"তোকে কি আমার নতুন করে বলতে হবে আমার কল্পনায় কার বাসস্থান। তুই শুধু আমার কল্পনা না এত থেকে ও অনেক বেশি কিছু, ইউ আর মাই ইনস্পিরেশন নেহূ তোর প্রেরণায় আমার লেখালেখি করা তোর জন্য আজ এই আয়ান চৌধুরী যাকে সবাই চিনে। "


আয়ানের কথা শুনে নেহা আয়ানকে জড়িয়ে ধরলো, এভাবে তাকে কেউ আপন করেনি। এক সময়ে তার সমস্ত লেখা লেখি গল্পের বই তার ডায়েরি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার লেখালেখির সেই ইচ্ছা টা মরে গিয়েছিল কিন্তু যখন 

আয়ান'কে জানলো তার স্বপ্নের কথা জানলো তখন সেগুলো নিজের স্বপ্ন গুলো মতো হারিয়ে দেয়নি বরং সেগুলো কে আগলে রেখেছে প্রত্যেক মুহূর্তে তাকে ভরসা দিয়েছে সে পারবে, সেগুলোকে নিজের করে নিয়েছিল আজ সত্যিই আয়ান একজন বেস্ট রোম্যান্টিক নভেলের অথর হয়ে খ্যাতি অর্জন করছে। 

আয়ান নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো থাক বেয়ে যাক সমস্ত দুঃখ কষ্ট এই বৃষ্টির সাথে ঠিক স্বপ্ন পূরণের আগ মুহূর্তে, যে সমস্ত সবাইকে মাতিয়ে রাখে তাকে কেউ জানে না তার কষ্ট দুঃখ । স্কুলের সব বাচ্চাদের যে সমলায় সে এইরকম বাচ্চামি ও করে । 

—চলুন ম্যাডাম যাওয়া যাক আর শুধু অল্প সময়ের অপেক্ষা তারপর আপনার নামের সাথে শুধু ম্যাডাম নয় লেখিকা শিক্ষিকা একসাথে জুড়ে যাবে। 

 —থ্যাংকু থ্যাংকু সো মাচ আমি কোনোদিন ভাবতে ও পারিনি যে আমার বুক পাবলিস হবে। নেহা আয়ানের হাত ধরে বলল। 

আয়ান কিছু বলল না শুধু নেহার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। নেহা আয়ানের 

— কি মিস্টার বৃষ্টিতে ভিজলে তো ,তুই আর যাই বলো না কেন? মানুষের জীবন থেকেই গল্প হয়। উপন্যাস আর বাস্তবের নাম এক না হলে ও প্রেমিকার মান-ভাঙ্গাতে গল্প হোক বা বাস্তবে প্রেমিক কিন্তু সবকিছু ই করতে পারে।         

 -“ তা তোর মনে আছে তো ইউ আর মাই লাভ এর বৃষ্টির ভেজার পর কি হয়েছে। "

আয়ান নেহার কানে কানে ফিসফিস করে বলল ।আয়ানের কথা শুনে নেহা ভয়ে ভয়ে তারদিকে তাকিয়ে দেখল আয়ান ডেভিল মার্কা হাসি দিয়ে তারদিকে তাকিয়ে আছে। ততক্ষনে বৃষ্টি ও থেমে গেছে ,আয়ানের শাট ভিজে তার শরীরের সাথে চিপকে গেছছ তাতে তার পেশীবহুল স্পষ্ট বোঝা যাচ্ছে বৃষ্টির ফোঁটা গুলো তার চুল বেয়ে পড়েছে , নেহা আয়ানকে দেখতে দেখতে আয়ান যে কখন তার সামনে চলে এসেছে বুঝতে পারেনি তার নিঃশ্বাস তার মুখে পড়ছে । নেহা ঢুক গিলে তারদিকে ভয়ার্ত চোখে তাকলো।

আয়ান বলল -“তা ম্যাডাম আপনে যদি বলেন তাহলে গল্প আর বাস্তব মিলে মিশে একাকার করা যাবে।”


–“না না তার কোনো দরকার নেই চল চল দেরী হচ্ছে।"

 এই বলে নেহা গাড়িতে গিয়ে বসল। নেহার অবস্থা দেখে আয়ানের বেজার হাসি পেল সেও হাসতে হাসতে গাড়িয়ে দিকে যেতে লাগল। 

গাড়িটা এগিয়ে চলছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে তার ভিতরে র মানুষ দুটোর চিন্তা ভাবনা গুলো হয়তো আলাদা আলাদা কিন্তু দুজন একসাথে থাকলে হাজারো প্রতিকূলতা হারিয়ে উঠতে পারবে। একে অপরের পরিপূরক হয়ে। 



Rate this content
Log in

Similar bengali story from Abstract