STORYMIRROR

Suvayan Dey

Abstract Inspirational Others

3  

Suvayan Dey

Abstract Inspirational Others

উচ্চারিত শব্দ ফিরে আসে না

উচ্চারিত শব্দ ফিরে আসে না

1 min
9

একবার এক কৃষক তার প্রতিবেশীকে খারাপ কথা বলেছিল, কিন্তু পরে যখন সে তার ভুল বুঝতে পেরেছিল, তখন সে একজন সাধুর কাছে যায় এবং সে তার কথা ফিরিয়ে নেওয়ার জন্য দরবেশের কাছে একটি উপায় জিজ্ঞাসা করে।


সাধু কৃষককে বললেন, তুমি অনেক পালক সংগ্রহ করে শহরের মাঝখানে রাখো। কৃষকও তাই করল এবং সাধুর কাছে পৌঁছল।


তখন সাধু বললেন, “এবার গিয়ে সেই পালকগুলো সংগ্রহ করে ফিরিয়ে আন।”


কৃষক ফিরে গেল কিন্তু ততক্ষণে বাতাসে সব পালক উড়ে গেছে। আর কৃষক খালি হাতে সাধুর কাছে পৌঁছে গেল। তখন দরবেশ তাকে বললেন, আপনার কথার ক্ষেত্রেও ঠিক তাই হয়, আপনি সহজেই মুখ থেকে সেগুলি বের করতে পারেন কিন্তু আপনি চাইলেও ফিরিয়ে নিতে পারবেন না।


এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি :

তিক্ত কিছু বলার আগে মনে রাখবেন ভালো বা মন্দ বলার পর আপনি কিছু করে আপনার কথা ফিরিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, আপনি অবশ্যই সেই ব্যক্তির কাছে যেতে পারেন এবং ক্ষমা চাইতে পারেন, এবং আপনারও উচিত, তবে মানুষের স্বভাব এমন যে আপনি যাই করুন না কেন, একজন ব্যক্তি কোথাও আঘাত পায়।


আপনি যখন কাউকে খারাপ কথা বলেন, তখন তাকে আঘাত করা বোঝায় কিন্তু পরে সে আপনাকে আরও বেশি কষ্ট দেয়। নিজেকে কষ্ট দিয়ে কি লাভ, চুপ করে থাকাই ভালো।


Rate this content
Log in

Similar bengali story from Abstract