STORYMIRROR

Suvayan Dey

Others

3  

Suvayan Dey

Others

স্বপ্নের ডানায়

স্বপ্নের ডানায়

1 min
202

ছোট্ট একটি গ্রাম, নদীর তীর ধরে ছড়ানো সবুজ মাঠ, আর তার পাশেই দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছ। এই গ্রামেই বাস করত ছোট্ট ছেলেটি, রোহিত। দারিদ্র্যের মাঝেও তার চোখে ছিল অদম্য স্বপ্ন।

রোহিতের বাবা কৃষক, প্রতিদিন কাকডাকা ভোরে মাঠে যান। মা ঘরকন্নার কাজ সামলে কিছু পয়সা জমানোর চেষ্টা করেন। কিন্তু রোহিতের মন পড়ে থাকত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। তার প্রিয় শিক্ষক মাধব স্যার প্রতিদিন তাকে নতুন কিছু শেখানোর চেষ্টা করতেন।

একদিন রোহিত শুনল শহরে বিজ্ঞান মেলা হচ্ছে। মাধব স্যার জানালেন, সেখানে গ্রামের পক্ষ থেকে একটি প্রকল্প জমা দিতে হবে। রোহিত ভাবল, সে একটি ছোট জলচক্র তৈরি করবে, যা দিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

তবে সমস্যার শেষ ছিল না। রোহিতের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। কিন্তু সে হাল ছাড়ল না। নদীর ধারে পড়ে থাকা কাঠ, পুরনো সাইকেলের চাকা আর মায়ের দেওয়া কিছু পুরনো তার দিয়ে সে তার প্রকল্প তৈরি করল।

মেলা উপলক্ষে রোহিত শহরে গেল। বড় বড় প্রকল্পের মাঝে তার সাদামাটা জলচক্র যেন হারিয়ে যাওয়ার উপক্রম। কিন্তু বিচারকেরা যখন তার কাজ ব্যাখ্যা শুনলেন, সবাই অবাক হয়ে গেলেন। রোহিতের কাজ শুধু যে অভিনব ছিল তাই নয়, তার প্রকল্প ছিল সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।

রোহিত প্রথম পুরস্কার পেল। সংবাদপত্রে তার নাম উঠল। গ্রামের লোকেরা তাকে নিয়ে গর্ব করল। মাধব স্যার বললেন, "রোহিত, তোর স্বপ্নের ডানায় তুই অনেক দূর উড়বি।"

সে দিন থেকেই রোহিতের যাত্রা শুরু। সে আর গ্রামের এক দরিদ্র ছেলে নয়, সে গ্রাম ও দেশের গর্ব।



Rate this content
Log in