টম জেরি
টম জেরি


তিরিশ বছর আগে, পাঁচ বছরের আকৃতি আর বরুণ একসাথে স্কুলে যাবে বলে তৈরী হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ওদের দেখে , "কি সেজেছিস তোরা? আজ কি কিছু আছে তোদের স্কুলে ? "
এক গাল হেসে আধো আধো স্বরে আকৃতি বলে ওঠে , "আদ তো পোগাম ; আমি তম আল ও জেলি ! "
হাহাহাহা , হেসে উঠি আমি , "মানে, টম আর জেরি ! বাহ বাহ ! "
তিরিশ বছর পরে , "কি রে? তোরা এখনও ঝগড়া করিস কেন? এতো বাড়াবাড়ি কেন করিস তোরা ? কেউ যেন কাউকে সহ্য করতে পারছিস না ! "বরুণ বলে ওঠে , "আর বলবেন না বাবা। এদিকে আমাকে ছাড়া থাকতেও পারবে না, আবার আমার সাথে রোজ ঝগড়া না হলে চলবেও না। "আবার হেসে উঠি আমি , আকৃতিকে বুকে টেনে নিয়ে বলি , "সেই তো। তোরা তো আমার টম আর জেরি ! "