নির্বাসন
নির্বাসন

1 min

413
"শিবানী, চলে যা, চলে যা তুই আমাকে ছেড়ে, কোনো ভবিষ্যৎ নেই আমাদের সম্পর্কে।"
"কেনো? কেনো এরকম বলছো তুমি? কেনো মৃণাল? "
"তোকে তো বললাম, ডক্টর বলেছেন: আর তিন মাস, খুব টেনেটুনে হয়তো পাঁচ। তারপরে শেষ, আমি, আমার অস্তিত্ব, আমার প্রেম, ভালোবাসা, স্বপ্ন, সব আমার সাথেই শেষ হয়ে যেতে দে শিবানী। অনুরোধ করছি। "
"মৃণাল , একটা কথা কি জানো তুমি? আমি তোমাকে ভালোবাসি। এভাবে আমাকে চলে যেতে বোলো না। তোমার সাথেই আমি থাকতে চাই: সেটা যদি কিছু সেকেন্ডের জন্যও হয়। সেটাতেই সারা জীবন আমার সার্থক। "
মৃণাল চলে গেছে, শূন্য বিছানায় নেই ওর উষ্ণতা, আজ থেকে শুরু হলো শিবানীর নির্বাসন।