সম অসম
সম অসম


"জানো মা মুন্নি আমাকে একটা পুতুল দেবে বলেছিল কিন্তু আজ যেতে দিলোনা আর।" কথাটা বলেই কেঁদে উঠল বিন্নি।
দীর্ঘশ্বাস ফেললেন লতিকা। ছোটো শিশু ধনী গরিব বোঝেনা! কিন্তু ধনী বাড়ির মুন্নির সঙ্গে বন্ধুত্ব থাকলে বিন্নিকে এভাবেই কষ্ট পেতে হবে বারেবারে। এই অসম বন্ধুত্ব কোনোদিনও সুদূরপ্রসারী হতে পারেনা।
★★★
স্বামীকে হারিয়ে আজ দিশেহারা বিন্নি, কোলে তিন বছরের সন্তান টুবাই।
"বিন্নি চল দুজনে মিলে একটা ব্যবসা শুরু করি।"
"কিন্তু মূলধন?"
"আমি আছি তো। আমাদের টুবাই সোনার জন্য এটা করতেই হবে।" এই বলে টুবাইকে কোলে নিয়ে আদর করতে লাগল মুন্নি।
পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা লতিকা আজ বুঝলেন "বন্ধু" শব্দটার ব্যাপ্তি সম-অসমের অনেক ঊর্ধ্বে।